সাজ্জাদুর রহমান শাওন
(১০ই এপ্রিল'২২) ৮ রামাদান, সবে মাত্র ইফতার করে বের হয়েছি। গন্তব্য স্টারটেক কম্পিউটার এর যার্ম কিনতে যাবো । আমার এক রিলেটিভ আমার জন্য ওয়েট করছেন। মাত্রই বাসা থেকে বের হয়েছি, পেছনে থেকে ডাক আসল, "ভাইই, একটু এদিকে আসেন।" পেছনে তাকিয়ে দেখি তিনজন ব্যক্তি। কাছে যেতেই…
সিটিটিসির কসাই এডিসি আহমেদুল ইসলাম – গুমের স্কোয়াডের এক সদস্য
হাসিনা ও আওয়ামী লীগ তার ক্ষমতা ধরে রাখতে পুলিশ ও সামরিক বাহিনীকে বানিয়েছিল গুম, খুনের এক সাইকো বাহিনী। আর এই সাইকো বাহিনীর সদস্যরা হাসিনাকে খুশি করার জন্য আরও একধাপ এগিয়ে কাজ করত। হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য গুম, খুনের মাধ্যমে ভয়ের রাজত্ব কায়েম করে রেখেছিল।…