Press ESC to close

সিটিটিসির কূখ্যাত গুম স্কোয়াডের অন্যতম লিডার এডিসি আতিক

সিটিটিসির কূখ্যাত গুম স্কোয়াডের অন্যতম লিডার এডিসি আতিকের ব্যাপারে অনুসন্ধার করতে গিয়ে আমরা অবাক করা তথ্য পেয়েছি।

এই এডিসি আতিক শুধু মাত্র ফেসবুকে ইসলামিক পোস্ট এ লাইক কমেন্ট করার কারনে দ্বীনদ্বার ছেলে মেয়েদের উঠিয়ে আনত। সিটিটিতিতে সব থেকে বেশী মামলা দিয়েছে সম্ভবত আতিকের টিম।

গুমে আমার পাশের সেলে এক ভাইকে এডিসি আতিক ধরে এনেছিল কারন সে খিলাফাহ নিয়ে কোন ভিডিও শেয়ার দিয়েছিল। সেই ছেলের কাহিনি এর আগেও একাধিকবার বলেছিলাম। শুধুমাত্র ভাতের সাথে লবন চাইবার অপরাধে এডিসি আতিক তাকে ঝুলিয়ে পিটিয়েছিল ।

এছাড়াও জোবাইদা সিদ্দিকা নাবিলার জংগী নাটকের রচয়িতে ছিল এই এডিসি আতিক। এই এডিসি আতিক নারীদের ধরে এনে গুম করে রাখত । এমন কি ভিক্টিমের স্ত্রীকে উঠিয়ে আনার হুমকি দিতো।

এডিসি আতিকের গুমের স্বিকার নাসির মাহমুদ এর ভাষায় –

“আমাকে (CTTC) এডিসি আতিকুর রহমান চৌধুরী অতিরিক্ত উপ-কমিশনার বলেছিলো, নাসির দেখ তোরে আমি বিশ্বাস করি না উলটা পালটা করিস না। নাসির দেখ আমার কথা শোন, ১৬৪ জবানবন্দি দে, নাহলে তোর বউকে উঠিয়ে নিয়ে আসবো!

আমিতো অবাক!! ভয় পেয়ে গেলাম তার শুনে। আতিকের পাশে ছিলো এস.আই সাইফুল।

আতিক বলে, ইসরাত জাহান ইশা কে? তোর বউ, তাই না? তোর বউ তো প্রেগন্যান্ট, থানা রোড থাকে, বাড্ডা, তাই না?

আমি বললাম, হ্যাঁ!

তোর বউকে তুলে আনবো এটা চাস? “

এডিসি আতিক ১৫/১৬ বছরের ছেলে-মেয়েদের ধরে এনে টর্চার গুম অরে ভয় দেখিয়ে ১৬৪ আদায় করে নিতো।

এডিসি আতিকের ব্যাপারে ভয়ংকর তথ্য হচ্ছে এই আতিক ইন্ডিয়া থেকে কাউন্টার টেরোরিজমের উপর প্রশিক্ষন নিয়ে এসেছে। সে FBI থেকেও ট্রেনিং প্রাপ্ত। তার প্রশিক্ষন নেয়ার যাবতিয় তথ্য এড করা হলো।

এডিসি আতিক বর্তমানে অস্টেলিয়াতে পলাতক। তার গ্রামের বাড়ি চাঁদপুর । ঢাকাতে ৭৭ ইন্দিরা রোডে সে থাকত।


প্রমান দেখুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *